
এবারের আইপিএলে যেনো টস ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের কাছ থেকে। আরও একবার টস হেরেছেন তিনি। এবার তার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
এখন পর্যন্ত নয় ম্যাচে আটটি জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে নবাগত গুজরাট। অন্যদিকে সমান ম্যাচে মাত্র চার জয়ে আট নম্বরে অবস্থান করছে পাঞ্জাব। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে।
গুজরাট টাইটান্স একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাঁই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মোহাম্মদ শামি ও প্রদীপ সাংওয়ান।
পাঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিশি ধাওয়ান, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদিপ সিং ও সন্দ্বিপ শর্মা।